Site icon Jamuna Television

পদ্মায় বালু কাটার সময় দুর্বৃত্তদের হামলা, ড্রেজার মিস্ত্রি গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পদ্মা নদীর অংশে ড্রেজার দি‌য়ে বালু কাটার সময় দুর্বৃত্ত‌দের গুলিতে আনোয়ার মিয়া (৪২) নামে এক ড্রেজার মিস্ত্রি গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তা‌কে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউপির চর নৌশনদ্দী ও চর জা‌জিরিয়া এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনোয়ার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাবুশিয়া গ্রামের রফিক মিয়ার ছেলে। তার মাথায় গুলি লেগেছে।

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বলেন, রাজবাড়ী সদর উপজেলার চরজাজিরা চরে বালু উত্তোলনের সময় দুপুর সাড়ে ১২টার দি‌কে পাবনার দিক থেকে একটি স্পিডবোটযো‌গে ৫/৬ জন দুর্বৃত্ত এসে তা‌দের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার মাথার পিছনে গুলি লাগে। পরবর্তী‌তে আহত অবস্থায় তা‌কে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে। তিনি আজম মন্ড‌লের ইংলিশ ড্রেজারে কাজ ক‌রেন।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ঘটনা পাবনার মধ্যে। আর এ বিষ‌য়ে এখন পর্যন্ত কোনো অভি‌যোগ পাইনি।

ইউএইচ/

Exit mobile version