Site icon Jamuna Television

সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় ট্রাকের ধাক্কায় সাঈদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাঈদ সাতক্ষীরা সদর উপজেলার গাঙনী গ্রামের আসগার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাঈদ বাদামতলা বাজারে একটি ভ্যানে বসেছিলেন। এ সময় ভোমরাগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান সাঈদ। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটকে রাখে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version