Site icon Jamuna Television

মধ্য ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৩ বেসামরিক নাগরিক

ছবি: সংগৃহীত

মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। বুধবার (১০ আগস্ট) অঞ্চলটির গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

গভর্নর টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানান, এটি একটি ভয়ঙ্কর রাত ছিল। রুশ হামলায় ১১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্টের মাধ্যমে জানান, গুরুতর আহত অবস্থায় আরও ২ নাগরিকের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ হামলায় অঞ্চলটির বেশ কয়েকটি প্রশাসনিক ভবনসহ স্কুল, সাংস্কৃতিক ভবন ও একটি সিটি কাউন্সিল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বর্তমানে শহরের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন।

এটিএম/

Exit mobile version