Site icon Jamuna Television

পিকে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদার ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি।

বুধবার (১০ আগস্ট) জেল হেফাজত শেষে তাদের আদালতে তোলা হয়। এ সময় সাড়ে চার হাজার পাতার চার্জশিটসহ মামলার তদন্ত সংক্রান্ত অন্যান্য নথি জমা দেয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এ তথ্য নিশ্চিত করেছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী।

এদিন পিকে চক্রকে আবারও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২২ সেপ্টেম্বর আবারও আদালতে তোলা হবে তাদের। নতুন করে পিকে হালদার চক্রের আর কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি বলেও জানান ইডির আইনজীবী।

উল্লেখ্য, গেল ১৪ মে ভারতের অশোকনগরে চাঞ্চল্যকর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পিকে হালদারকে। বেরিয়ে আসে পাচারকৃত অর্থে গড়ে তোলা বিশাল সাম্রাজ্যের তথ্য।

ইউএইচ/

Exit mobile version