Site icon Jamuna Television

‘লাল সিং চাড্ডা’ নিয়ে শেষ মুহূর্তে চমক দিলেন আমির

ছবি: সংগৃহীত

আর মাত্র একদিন বাকী তারপরই মুক্তি পেতে চলেছে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’। এই ছবিকে ঘিরে প্রথম থেকেই বিতর্ক ও অভিযোগ ছিল। এবার ছবিটিতে যোগ হলো নতুন চমক। লাল সিং চাড্ডায় অতিথি চরিত্রে নাকি দেখা যাবে বলিউডের কিং শাহরুখ খানকে। এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন মিস্টার পারফেকসনিস্ট খ্যাত আমির খান। খবর হিন্দুস্তান টাইমসের।

বলিউডের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই ছবির অতিথি চরিত্রের জন্য আমির শাহরুখের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি জানান, শাহরুখ তার খুব ভালো বন্ধু। সংবাদ মাধ্যমকে তিনি জানান, তার এমন এক জনকে দরকার ছিলো যিনি ভারতের সবচেয়ে বড় আইকনিক তারকা হিসেবে আমেরিকার এলভিসের মতো প্রতিনিধিত্ব করতে পারবেন।

আমিরের এই মন্তব্যের পরই আমজনতা ছবিতে শারুখের উপস্থিতি অনুমান করে বসেন। যদিও শাহরুখ বা আমির কেউই এই খবর সম্পর্কে সরাসরি কিছু বলেননি।

এটিএম/

Exit mobile version