Site icon Jamuna Television

ডেঙ্গুতে আক্রান্ত কঙ্গনা

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওাত অভিনীত সিনেমা ‘ধাকাড়’। এরই মাঝে এলো আরেক খারাপ খবর। ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কঙ্গনা।

কঙ্গনার প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রচণ্ড জ্বরের সাথে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কমেছে কঙ্গনার, তবু থেমে নেই এ অভিনেত্রী। জ্বর গায়ে নিয়েই ‘ইমারজেন্সি’ সিনেমার শুটিং করছেন। সে ছবি শেয়ারও করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

‘ইমারজেন্সি’ সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন- পরিচালক সাই কবীরের সাথে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন তিনি। কিন্তু সাই কবীর নয়, কঙ্গনা নিজেই এখন পরিচালনা করছেন এ সিনেমা।

/এসএইচ

Exit mobile version