Site icon Jamuna Television

পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা করলেন গৃহবধূ

ছবি: সংগৃহীত

পারিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধূর বিরুদ্ধে চারজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায়। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, হাওড়া থানা এলাকার এমসি ঘোষ লেনের বাসিন্দা ওই নারী তার মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, মেয়ে এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ কর্মকর্তারা। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে তার পরিবারের চারজনকে কুপিয়ে খুন করেন। কী কারণে এমন নৃশংস-কাণ্ড ঘটালেন তিনি, তা স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক বিরোধে এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত ওই নারী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version