Site icon Jamuna Television

বিশ্বের শুষ্কতম স্থানে হাজার বছর পর বন্যা!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেভাদা সীমান্তঘেঁষা এলাকা বিশ্বের শুষ্কতম অঞ্চল হিসেবে পরিচিতি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। ডেথ ভ্যালিতে সাম্প্রতিক প্রবল বর্ষণে রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়াবিদ এবং পার্কের কর্মকর্তারা ১ হাজার বছরের মধ্যে এটি অন্যতম ঘটনা হিসেবে বর্ণনা করছেন। খবর দ্য গার্ডিয়ানের।

গত এক শতক ধরে বিশ্বের ভয়াবহতম জায়গাগুলোর তালিকায় রয়েছে এর নাম। বিশ্বের উষ্ণতম সেই স্থান এবার ভাসলো বন্যায়! গত শুক্রবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে এখানে আকস্মিক বন্যা দেখা দেয়।

নাসার আর্থ অবজারভেটরির বিশেষজ্ঞদের মতে, এই বৃষ্টি মাত্র তিন ঘণ্টার মধ্যে বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় ৭৫ শতাংশের সমান হয়েছে।

পার্কের কর্মকর্তাদের মতে, ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে শত শত পর্যটক এখানে এসে আটকা পড়েছেন। সমস্ত রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানিতে ভেসে গেছে বেশ কিছু যানবাহন। পুরো এলাকা থকথকে কাদায় ভরে যাওয়ায় উদ্ধারকাজ দেরি হচ্ছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন।

ইউএইচ/

Exit mobile version