Site icon Jamuna Television

রাজধানীতে ১ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১০

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা টিম। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এসব জাল টাকা উদ্ধার করা হয়।

দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঈদ উপলক্ষে জাল টাকা তৈরির এ চক্রটি বাজারে ১ থেকে ২ কোটি টাকা ছাড়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামে বলে জানানো হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই রাজধানীর কদমতলীসহ নগরের বেশ কয়েকটি এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল টাকার ব্যবসা করে আসছিলো। চক্রটি বিশেষ ধরনের কাগজে বিভিন্ন রকমের জলছাপ এবং নকল নিরাপত্তা সুতা দিয়ে হুবুহু টাকার মতো জাল টাকা তৈরি করে।

Exit mobile version