Site icon Jamuna Television

৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু আজ

দেশব্যাপী ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে আজ বৃহস্পতিবার (১১ আগস্ট)। এদিন দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

২৫ আগস্ট থেকে সব সিটি করপোরেশনে শিশুদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। অভিভাবকরা সুরক্ষা অ্যাপসে বা সুরক্ষা ওয়েবসাইটে জন্ম নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে পারবেন। কার্যক্রম শুরু হলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিশুরা নির্ধারিত স্কুলে ভ্যাকসিন গ্রহণ করবে। ভ্যাকসিন গ্রহণে সাথে আনতে হবে রেজিস্ট্রেশন কার্ড।

/এমএন

Exit mobile version