Site icon Jamuna Television

কঙ্গোর কারাগারে হামলায় দুই পুলিশসহ নিহত ৫, পালিয়েছে ৭৫০ কয়েদি

কঙ্গোর কাকওয়াংগুরা কারাগারে হামলার পর পালিয়েছে অন্তত ৭৫০ জন কয়েদি।

আফ্রিকার দেশ কঙ্গোর একটি কারাগারে হামলায় প্রাণ হারিয়েছেন দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে পাঁচ জন। পালিয়েছে অন্তত ৭৫০ জন কয়েদি। খবর রয়টার্সের।

বুধবার (১০ আগস্ট) দেশটির কাকওয়াংগুরা কারাগারে ছড়ায় সহিংসতা। মূলত, বুতেম্বো শহর থেকে বন্দিদের সরানো হচ্ছিলো বেনি নামের আরেকটি শহরে। বন্দি স্থানান্তরের সময় নিজ নিজ দলের সদস্যদের উদ্ধারের জন্যেই প্রাণঘাতী ওই আক্রমণ চালায় সশস্ত্র কয়েকটি সংগঠন। অগ্নিসংযোগ করা হয় বন্দিদের বহনকারী ভ্যানগুলোয়। যা ছড়িয়ে পড়ে কারাগারের ভেতরেও। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় তিন হামলাকারী।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ শতাধিক কয়েদি ছিলেন ওই বন্দিশালায়। কিন্তু, হামলার পর মাত্র ৫০ জন রয়েছে সেলগুলোয়।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে কঙ্গোর বেনি শহরের আরেকটি কারাগারে হামলা চালানো হলে পালিয়ে যায় ১৩০০ বন্দি।
/এসএইচ

Exit mobile version