Site icon Jamuna Television

ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের দাম কমছে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় তেলের দাম কমানো সম্ভব হচ্ছে না, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও প্রতিবেশি দেশের তুলনায় দাম কম আছে। পরিবহন খরচ বাড়ায় মন্ত্রণালয় থেকে পণ্যের দাম বৃদ্ধি করে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। তারপরও অনেক ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন বলে জানান মন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়ের একার পক্ষে এসব ব্যবসায়ীদের অতিরিক্ত দাম নেয়ার বিষয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন টিপু মুনশি। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও ট্যারিফ কমিশনসহ সবাইকে একসাথে কাজ করতে হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ভোজ্য তেলের দাম সমন্বয় করতে ট্যারিফ কমিশন কাজ করছে বলেও জানান তিনি।

/এমএন

Exit mobile version