Site icon Jamuna Television

ট্রাম্পের উপদেষ্টাকে হত্যা চেষ্টার অভিযোগে ইরানি নাগরিকের বিরুদ্ধে চার্জ গঠন

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জন বোল্টন (ফিন্যান্সিয়াল টাইমস থেকে নেয়া ছবি)।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জন বোল্টনকে হত্যা চেষ্টার অভিযোগে ইরানি এক নাগরিকের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। খবর আলজাজিরার।

মার্কিন বিচার বিভাগ বলছে, শারাম পুওরশাফি নামক ওই ব্যক্তি ইরানের রেভুল্যুশনারি গার্ড বাহিনীর সদস্য। যুক্তরাষ্ট্রে এসে সাবেক উপদেষ্টা জন বোল্টনকে হত্যার পরিকল্পনা করেন তিনি। ইরানের স্পেশাল ফোর্স কুদস ব্রিগ্রেডের প্রধান জেনারেল কাশেম সোলায়মানি মার্কিন বিমান হামলায় নিহতের ঘটনার প্রতিশোধ নিতেই ওই পরিকল্পনা করা হয়।

ওয়াশিংটনের দাবি, এর আগেও একাধিকবার ইরানের এ ধরনের হামলার চেষ্টা নস্যাৎ করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, জন বোল্টন ২০১৮-১৯ সময়কালে ট্রাম্প প্রশাসনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও বেশ গুরুত্বপূর্ণ কিছু পদে দায়িত্ব পালন করেন এ রিপাবলিকান রাজনীতিক।

/এসএইচ

Exit mobile version