Site icon Jamuna Television

আলিবাবার ব্যবসায় ধস, ১০ হাজার কর্মী ছাটাই

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড গেল তিন মাসে প্রায় ১০ হাজার কর্মী ছাটাই করেছে। প্রতিষ্ঠানটির প্রায় ৫০ শতাংশ বিক্রি কমে যাওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো আলিবাবা কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

জানা গেছে, চীনা প্রতিষ্ঠানটির বিক্রি গত ৩ মাসে রেকর্ড পরিমাণ কমে গেছে। আর খরচ কমাতেই আলিবাবা তাদের কর্মী ছাটাইয়ে বাধ্য হয়েছে।

গেল জুন মাস পর্যন্ত আলিবাবার আয় ৫০ শতাংশ কমে গিয়ে ২২.৭৪ বিলিয়ন ইয়েনে গিয়ে ঠেকেছে। যা গত বছর একই সময় ৪৫.১৪ বিলিয়ন ছিল।

১৯৯৯ সালে জ্যাক মা’র হাত ধরে যাত্রা শুরু করে এই চীনা অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠানটি। এরপর ২০১৫ সালে ড্যানিয়েল ঝাংকে সিইও হিসেবে এবং পরে ২০১৯ সালে তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিলেন জ্যাক মা। ধারণা করা হচ্ছে, তখন থেকেই প্রতিষ্ঠানটির ব্যবসায় বড় ধরনের পরিবর্তন আসা শুরু করে।

এটিএম/

Exit mobile version