Site icon Jamuna Television

দুই দিনের রিমান্ডে ইমরান খানের সহযোগী শাহবাজ গিল

রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। এর আগে ইমরান খানের নির্বাচনী আসন বানি গালা চক থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিমান্ড শেষে শুক্রবার আবারও আদালতে তোলা হবে তাকে। দুইদিন আগে পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বক্তব্য রাখেন শাহবাজ গিল। অভিযোগ উঠেছে, টকশোতে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেন তিনি। এরপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পিটিআই প্রধান ইমরান খানের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন শাহবাজ গিল।

/এমএন

Exit mobile version