Site icon Jamuna Television

১৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি জামাল হোসেনকে ২১ বছর পলাতক থাকার পর মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি রায়পুরা এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের আদমজীনগর র‍্যাব-১১’র মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামির স্বীকারোক্তি অনুযায়ী, এর পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে।

২০১৬ সালে আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও এবং গজারিয়া থানায় পৃথক দুইটি মাদক মামলা রয়েছে।

এটিএম/

Exit mobile version