Site icon Jamuna Television

গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডল গ্রেফতার

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গরুপাচার এবং কয়লাকাণ্ডে তাকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বীরভূমে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে অভিযান চালায় সিবিআই। ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আধা সামরিক বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন অভিযানে। বাড়ির আশেপাশেও সাধারণের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে সিবিআই। গ্রেফতারের পর তাকে নেয়া হবে আসানসোলে। আজই তোলা হবে আসানসোল আদালতে।

এদিকে, পশ্চিমবঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রভাবশালী এই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতে পারে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায়। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তাকে সিবিআই তলব করলেও তা এড়িয়ে যান অনুব্রত।

ইউএইচ/

Exit mobile version