Site icon Jamuna Television

টিসিবির তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণে বেশি অনিয়ম হয়েছে: টিআইবি

টিসিবির ফ্যামিলি কার্ড প্রদানে উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণে বেশি অনিয়ম হয়েছে। জবাবদিহিতার অভাব, অব্যবস্থাপনা, সঠিক তথ্য প্রচারের ঘাটতির কারণেই সরকারের এ ইতিবাচক পদক্ষেপে দুর্নীতির প্রশ্ন উঠেছে। টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

১ হাজার ৪৭ জন ব্যক্তির ওপর গবেষণা করে টিআইবি। এদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ কোনো সুবিধা পাননি। স্বচ্ছতার ঘাটতি, স্বজনপ্রীতি, ছবির পরিবর্তন করা, ঘুষ না দেয়ায় অনেকে তালিকা থেকে বাদ পড়েন। বিক্রয় কেন্দ্রে অনিয়মের কারণে পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণে অতি দরিদ্রদের সক্ষমতা বিবেচনা করা হয়নি বলেও গবেষণায় উঠে আসে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা, স্থানীয় ও প্রশাসনিক প্রভাব পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। জবাবদিহিতা নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করার আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version