Site icon Jamuna Television

স্ত্রী পরীকে অভিনন্দন জানিয়ে যা বললেন শরিফুল রাজ

পরীমণির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেয়া ছবি।

সদ্য বাবা-মা হয়েছেন জনপ্রিয় তারকাজুটি শরিফুল রাজ ও পরীমণি। এ নিয়ে দেশের গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত চলছে জোর আলোচনা। ইতোমধ্যে নবজাতকের নাম জানিয়ে ছবি পোস্ট করেছেন পরীমণি। তারপর থেকেই অভিনন্দন আর শুভকামনায় ভাসছেন তারা। এবার নিজের অনুভূতি জানালেন সদ্য বাবা হওয়া শরিফুল রাজ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে দেয়া এক পোস্টে পরাণ খ্যাত শরিফুল রাজ জানিয়েছেন নিজের অনুভূতি।

পোস্টের শুরুতেই স্ত্রী পরীমণিকে অভিনন্দন জানিয়ে রাজ লিখেছেন, তুমি পেরেছো প্রিয় পার্টনার। সত্যি বলছি এটা আমার জীবনের সেরা মুহূর্ত। ওই ছোট্ট দুটি পা আমাদের হৃদয়ে সবচেয়ে বড় পদচিহ্নটি এঁকেছে। তোমরা দুজন মিলেই আমার জীবনে মিরাকল ঘটিয়েছো। অবশেষে তোমার সিংহাসনের উত্তরাধিকারী পেলে। সে একজন তারকার মতো বেড়ে উঠুক আর তার বাবা-মায়ের মতো সাহসী হোক। অনেক অভিনন্দন আমার রকস্টার পরী।

শরিফুল রাজের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

লেখার শেষে নবজাতকের নাম, তার ফুটপ্রিন্ট এবং সন্তানকে বুকে নিয়ে থাকা পরীর হাতে চুম্বনের ৯ সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন রাজ।

/এসএইচ

Exit mobile version