Site icon Jamuna Television

দুবাইয়ের রেস্তরাঁয় পোলাও রাঁধছেন আশা ভোসলে!

বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী আশা ভোসলের বয়স ৮০ পেরিয়ে গেলেও এখনও যেনো আগের মতোই রয়েছেন তিনি। এই বয়সে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে পোলাও রাঁধতে দেখা গেছে।

গানের বাইরেও যে আশা ভোসলের আরেকটি জগত আছে তা হয়তো অনেকেরই জানান নেই। সারা পৃথিবীজুড়ে তার রয়েছে ১৮টির বেশি রেস্তরাঁ। সম্প্রতি দুবাইতে আরেকটি রেস্তরাঁ খুলে বসেছেন সূর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এই ছোট বোন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, দুইবাইয়ের রেস্তোরাঁয় গুনগুন করে গান গাইছেন আর খাবার পরখ করে দেখছেন। মাঝেমাঝে চোখ রাখছেন ওভেনে বসানো পোলাওয়ের দিকে।

কেউ কেউ বলছেন, গানা-খানা, আবার কেউ মন্তব্য করছেন আশাজি আপনি এখন কিংবদন্তি গায়িকা ও রন্ধন বিশেষজ্ঞও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এটিএম/

Exit mobile version