Site icon Jamuna Television

পাবনায় বিদেশি-দেশিয় অস্ত্র, গুলি ও কার্তুজ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার মালিগাছায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলিসহ ১ টি পাইপ গান, ১ টি একনলা বন্দুক, ৩৩ টি কার্তুজ, ৭ টি বিভিন্ন ধরনের চাইনিজ কুড়াল ও ১ টি চাপাতি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মালিগাছা পূর্বপাড়ার মনিরুল ইসলাম মনি (৪৫) এর বসত ঘরের খাটের তোষকের নিচ থেকে উল্লেখিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পলাতক আসামি মনি উক্ত গ্রামের মরহুম বজলুর রহমান শেখের ছেলে

উল্লেখ্য পলাতক আসামি দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল বলে স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়। এঘটনায় পাবনা সদর থানায় মামলা হয়েছে। লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়।

Exit mobile version