Site icon Jamuna Television

পা ভেঙ্গেছে শিল্পা শেঠির!

শিল্পা শেঠির ইন্সটাগ্রাম থেকে নেয়া ছবি।

সম্প্রতি ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে পায়ে আঘাত পান বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এতে পা ভেঙেছে তার। চিকিৎসকরা জানিয়েছেন, ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে শিল্পাকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শিল্পা। সেখানে দেখা গেছে, হুইল চেয়ারে বসে আছেন তিনি, আর তার বাম পায়ে প্লাস্টার করা। এ অবস্থাতেও ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন তিনি।

শিল্পা জানান, শিগগিরই আরও শক্তিশালী এবং আরও ভালোভাবে ফিরে আসবেন তিনি।

প্রসঙ্গত, পরিচালক রোহিত শেঠির এ ওয়েব সিরিজে আরও আছেন বিবেক ওবেরয়। সিদ্ধার্থ, বিবেক ও শিল্পা ভারতীয় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন এ সিরিজে।

/এসএইচ

Exit mobile version