Site icon Jamuna Television

১০ বছর ধরে কারাগারে, অবশেষে স্ত্রীকে হত্যার দায়ে পেলেন মৃত্যুদণ্ড

বগুড়া ব্যুরো:

বগুড়ায় ১০ বছর পর স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সোবহান আলী (৪৫)। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় অভিযুক্ত সোবহান আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা পয়সা সংক্রান্ত ঝগড়ার জেরে স্ত্রী সুলতানা বেগম রুমাকে গলা কেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন সোবহান। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সোবহানকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি।

১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ ও বিচারকাজ শেষে প্রায় দশ বছর পর স্ত্রী রুমাকে হত্যার দায়ে তার স্বামী সোহবানকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দিলেন আদালত।

/এডব্লিউ

Exit mobile version