Site icon Jamuna Television

ব্রহ্মপুত্রের গ্রাসে বিলীন হচ্ছে নকলা

শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান।

বিলীন হওয়ার পথে দক্ষিণ নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও। দফায় দফায় ভাঙনে নারায়ণখোলা এলাকার শত শত পরিবার হারিয়েছে বসতভিটা। নদীগর্ভে বিলীন মসজিদ, কবরস্থান আর আবাদি জমি।

গত কয়েকদিনে ৫০ একর জমি নদে বিলীন হয়েছে। হারিয়ে গেছে প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক। ফসলি জমি ও বাড়িঘর রক্ষায় দ্রুত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

/এডব্লিউ

Exit mobile version