Site icon Jamuna Television

রাজধানীতে আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার: মূল অভিযুক্ত গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাস করা এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত রেজাউল করিমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

এর আগে, বুধবার (১০ আগস্ট) দিবাগত রাতে পুলিশ খবর পেয়ে জান্নাতুল নাঈম সিদ্দীক নামের ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে। তিনি মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্প্রতি এমবিবিএস পাস করেন। এরপর ঢাকা মেডিকেলে স্ত্রী ও গাইনী বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, আবাসিক হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সাথে উঠেছিলেন জান্নাতুল। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী রেজাউল জান্নাতুলের গলা কেটে হত্যা করে পালিয়ে যান। সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এদিকে মেয়ের বাবা ডা. শফিকুল আলম মেয়ে হত্যার বিচার দাবি করেছেন।

/এনএএস

Exit mobile version