Site icon Jamuna Television

কচা নদীর চরে পড়ে ছিল যুবকের হাত-পা বাঁধা বিবস্ত্র মরদেহ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে বিবস্ত্র ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামের কচা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় এলাকাবাসী কচা নদীর চরে হাত-পা বাঁধা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, অজ্ঞাতনামা যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। তার শরীরে কোনো কাপর ছিল না বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version