Site icon Jamuna Television

আসামি গ্রেফতার করতে গিয়ে দোকানে অবরুদ্ধ ২ পুলিশ; দেড় ঘণ্টা পর উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গেলে শ্রীপুর মডেল থানার ২ পুলিশকে প্রায় দেড়ঘণ্টা ধরে দোকানঘরে অবরুদ্ধ করে রাখে আসামি ও এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড এলাকায় মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কালাম (৪৮)-কে গ্রেফতার করতে গেলে এলাকাবাসী সাব-ইন্সপেক্টর মো. মামুন ও রাজ্জাক এর উপর ক্ষুব্ধ হয়ে তাদের ঘেরাও করে। এক পর্যায়ে পুলিশের সাথে এলাকাবাসীর হাতাহাতির ঘটনাও ঘটে। পরে একটি দোকানে ওই ২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে তারা।

আরও পড়ুন: প্রেমকে পরিণয়ে রূপ দিতে দিনাজপুরে অস্ট্রিয়ান নাগরিক, করেছেন বাংলাদেশের প্রশংসা

অবরুদ্ধ থাকা অবস্থায় থানায় ফোন দিলে পুলিশ ফোর্স নিয়ে দোকানের শাটার ভেঙে তাদের উদ্ধার করে এবং কালামকে গ্রেফতার করে। কালামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান মনিরুজ্জামান।

জেডআই/

Exit mobile version