পড়ালেখা নিয়ে মা-বাবার সাথে কথা কাটাকাটি, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

|

ছবি: ঐশী চন্দ্র ভৌমিক

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি বাসায় লেখাপড়া নিয়ে বাবা মা বকাঝকা করলে অভিমানে ঐশী চন্দ্র ভৌমিক (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর বাবা জানান, আমার মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। রাতে পড়ালেখার জন্য আমি আর ওর মা বকাঝকা করায় অভিমান করে তার নিজের রুমে চলে যায়। পরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার ওসি (তদন্ত) রাসেল হোসেন জানান, রাত ১১টার দিকে হাসপাতাল থেকে মতিঝিল থানায় আত্মহত্যার ঘটনা জানানো হয়। নিহতের মায়ের বক্তব্য অনুযায়ী ঐশী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর রহস্য উদঘাটন হবে বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply