ইউক্রেনের জাপোরঝিয়া পরমাণু কেন্দ্রে আবারও রুশ হামলা

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের জাপোরঝিয়া পরমাণু কেন্দ্রে আবারও চালানো হলো ব্যাপক হামলা। এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধরত উভয়পক্ষকে সংযত থাকার সতর্কতা জারি করলো জাতিসংঘ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার পরমাণু কেন্দ্রের ভেতরে অবস্থিত কয়েকটি দাফতরিক ভবন এবং ফায়ার স্টেশন লক্ষ্য করে ১০ দফা মিসাইল ছোড়া হয়। এই হামলার জন্য পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রটি কোনো সামরিক শক্তি প্রদর্শনের জায়গা নয়- এমন কড়া ভাষায় দুই পক্ষকে সতর্ক করেছে জাতিসংঘের পর্যবেক্ষক রাফায়েল গ্রসি।

তিনি বলেন, এখন কঠিন সময় পার করছে বিশ্ব। এ সময় যেকোনো ভুলভ্রান্তি ভয়াবহ দুর্যোগের মুখে ঠেলে দিবে মানবজাতিকে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব ও সদস্য রাষ্ট্রগুলো।

অবিলম্বে পরমাণু কেন্দ্র পরিদর্শনে একটি বিশেষ দলকে পাঠানোর আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর পরমাণু কেন্দ্রটিতে চার দফা হামলা চালানো হয়েছে। এতে ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, জুন মাস থেকেই পরমাণু কেন্দ্রটি সফরের প্রস্তুতি নিচ্ছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। কিন্তু রাজনৈতিক টানাপড়েন আর যুদ্ধ পরিস্থিতির কারণে অনুমতি মিলছে না। তবে গেল দু’মাসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছি আমরা। কোনোভাবেই পারমাণবিক কেন্দ্র ঘিরে সামরিক তৎপরতাকে মেনে নেয়া হবে না। এটা বড় বিপর্যয়ের সৃষ্টি করবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply