যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে চালানো সহিংসতার সাথে জড়িত থাকার দায়ে এক পুলিশ কর্মকর্তাকে ৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বৃহস্পতিবার রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না রকি মাউন্টেন এলাকার সাবেক পুলিশ সার্জেন্ট থমাস রবার্টসন।
রায়ে বলা হয়, পূর্ণ মেয়াদ সাজা কাটানোর পর মুক্তি পেলে, তিন বছর থমাসকে নজরদারিতে রাখা হবে। অবশ্য আইনজীবীরা ৮ বছরের কারাদণ্ড দেয়ার আবেদন জানিয়েছিলেন। কারণ নিজস্ব অস্ত্র থেকে গুলি ছুড়েছিলেন তিনি। একই সাথে সহিংসতায় উসকানি দিয়েছিলেন তিনি।
২০২০ সালের ৬ জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে পার্লামেন্ট এলাকায় সহিংসতা চালায় তার সমর্থকরা। এ ঘটনায় সাড়ে ৮শ’ মানুষের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছিল। যার মাঝে সাড়ে তিনশ’ জনের অপরাধ প্রমাণিত হয়েছে। শাস্তি পেয়েছেন ২৩০ জন।
ইউএইচ/

