রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কৌশল নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১১ আগস্ট) সেদেশের সরকারি কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, যুদ্ধ কখনও বিবৃতি দেয়ার সময় না। যুদ্ধ চলাকালীন সরকারি কর্মকর্তারা যত কম বিবৃতি দেবেন, আমাদের সামরিক কৌশলগুলো ততো বেশি সফল হবে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি বড় শিরোনাম প্রকাশের জন্য আমাদের সামরিক বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সাথে আলাপ করেন, তবে তা হবে দায়িত্বহীনতার পরিচয়।
গেল মঙ্গলবার ক্রাইমিয়াতে রুশ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট পত্রিকা অজ্ঞাত ইউক্রেনীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ইউক্রেনীয় বাহিনী
এ হামলার জন্য দায়ী। কিন্তু এ বিস্ফোরণের পেছনে কিয়েভের হাত রয়েছে কিনা, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে জেলেনস্কি প্রশাসন।
এটিএম/

