জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপ

|

ছবি: সংগৃহীত

পূর্ণিমা ও লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর নিঝুম দ্বীপ। পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। তলিয়ে গেছে সড়ক ও বাজার। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয়রা জানায়, সকালে জোয়ারের পানি ঢুকে পড়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই। সড়কগুলো তলিয়ে আছে ৩/৪ ফুট পানির নিচে। সাগরের একেবারে কাছেই এই জনপদে নেই কোনো বেড়িবাঁধ। তাই সহজেই জোয়ারের পানি ঢুকে পড়ে। প্লাবিত এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা চাষিদের।

এদিকে সোনাদিয়া, সুখচরসহ কয়েকটি ইউনিয়নে বেড়িবাঁধের বাইরে নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। লঘুচাপের প্রভাবে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবত আছে। মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply