Site icon Jamuna Television

ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর বক্তাবলী ঘাটে বাল্কহেডের ধাক্কায় ২০/২৫ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের নৌকা ডুবে গেছে।

শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া নৌকার বেশির ভাগ যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তবে সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো নিখোঁজ দাবিদার না থাকায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা ফিরে গেছেন। তবে এখনো নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আছেন।

ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর বাদল ফকির জানান, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বক্তাবলী এলাকার ২০/২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কসাইয়ের কাজে নিয়োজিত লোকজন খেয়া নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। নৌকাটি মাঝ নদীতে এলে ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে ডুবে যায়। খবর পেয়ে নৌ পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ২০ জনকে উদ্ধার করে।

তিনি আরও জানান, নৌকায় পারাপারে যাত্রীরা সবাই বক্তবলীর বাসিন্দা। নৌকা ডুবির ঘটনায় রাত সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত নিখোঁজ রয়েছে এমন কোনো স্বজন এসে আমাদের কাছে দাবি করেনি। ধারণা করা হচ্ছে ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ফিরে গেছে। নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আছে। কেউ নিখোঁজ রয়েছে এমন দাবি করলে নদীতে তল্লাশি বা উদ্ধার তৎপরতা চালানো হবে।

ইউএইচ/

Exit mobile version