Site icon Jamuna Television

পদ্মা সেতু পাড়ি দিয়ে দ্বিতীয়বারের মতো টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

পদ্মা সেতু পাড়ি দিয়ে দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে পরিবারের সদস্যদের নিয়ে পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার (১২ আগস্ট) সকালে গণভবন থেকে টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়। প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধসহ আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত ২৩ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর গত ৪ জুলাই প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া সফর করেন তিনি। সেই সফরে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যরাও ছিলেন।

ইউএইচ/

Exit mobile version