Site icon Jamuna Television

পিৎজার দোকান বলে সেভ করা প্রেমিকের নম্বর! অবশেষে স্বামীর হাতে ধরা

ভাবতেন স্ত্রী পিৎজা খেতে ভালবাসেন তাই বার বার একটি দোকান থেকে পিৎজা আনান। কিন্তু সেই পিৎজার আড়ালেই যে সংসার ভাঙছে, তা বুঝতে পারেননি স্বামী। একদিন স্ত্রীর ফোন পরীক্ষা করে দেখেন, গত ছ’মাস ধরে সেই পিৎজার দোকান বলে সেভ করে রাখা নম্বরেই চলছিল প্রেমালাপ!

সমস্ত ঘটনা সামাজিক নেটওয়ার্ক মাধ্যম রেডিটে জানিয়েছেন ওই ব্যক্তি। তার দাবি, স্ত্রীর সঙ্গে প্রায় ছ’বছরের বিবাহিত জীবন তার। কিন্তু শেষ কয়েক মাস ধরেই তিনি খেয়াল করেন, স্ত্রী অধিকাংশ সময়ই বাইরে থাকছেন। বাড়িতে থাকলেও সর্বক্ষণ ব্যস্ত থাকছেন মোবাইলে। তবে স্ত্রীকে কোনো সন্দেহ করেননি তিনি।

অবস্থার বদল হয় ১০ আগস্ট। ওই ব্যক্তির দাবি সকালে এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তার। তিনি স্বপ্নে দেখেন, স্ত্রী জড়িয়ে পড়েছেন বিবাহবহির্ভূত সম্পর্কে। ঘুম ভেঙে উঠে তিনি দেখেন গোসলে গিয়েছেন স্ত্রী। তখনই কৌতূহল চেপে রাখতে না পেরে স্ত্রীর মোবাইল পরীক্ষা করেন তিনি। আর মোবাইল খুলতেই তিনি দেখেন, পিৎজা হাট বলে সেভ করে রাখা একটি নম্বরে প্রায় ছ’মাস ধরে প্রেমালাপ চলছে। এমনকি ওই নম্বরে নিজের গোপন ছবিও পাঠিয়েছেন স্ত্রী। নিজের বয়ানের সপক্ষে সেইসব আলাপচারিতার স্ক্রিনশটও প্রকাশ করেছেন ওই ব্যক্তি।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
ইউএইচ/

Exit mobile version