Site icon Jamuna Television

আগুনে পুড়ল বিআরটিসি’র ৯টি বাস

রাজধানীর নিকুঞ্জ এলাকায় বিআরটিসি’র বাস ডিপোতে অগ্নিকাণ্ডে তিনটি ডাবল ডেকারসহ ৯টি বাস পুড়ে গেছে। আহত হয়েছেন একজন।

শুক্রবার রাত দেড়টার দিকে হয় আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় বেশিরভাগ গাড়ি ডিপো থেকে রাস্তায় এনে রাখায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও বিআরটিসির সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এবিষয়ে ফায়ার সার্ভিসের ডিএডি সালেহ উদ্দীন বলেন, আমরা এসে দেখি ৫-৬ টা গাড়িতে আগুস জ্বলছে। পরে আশেপাশে থাকা ডিপোর ড্রাইভাররা এসে ভালো গাড়ি গুলো রাস্তায় বের করে ফেলে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যায়। এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এই আগ্নিকাণ্ডের সূত্র কোথা থেকে বা এর পিছনে কোনো গাফিলতি আছে কি না, এটি অবশ্যই দেখা হবে।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version