Site icon Jamuna Television

ওয়েবিলের নামে অতিরিক্ত বাস ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি

ওয়েবিলের নামে বাসে অতিরিক্ত ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে মহাখালী বাস টার্মিনালে বাস ভাড়া তদারকি করতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ঢাকাসহ সারাদেশে গণপরিবহনে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার নির্ধারিত ভাড়া না নিলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি আরও বলেন, বাস মালিকরাই ওয়েবিল ও চেকার না রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এখন সেটি মানা হচ্ছে না। তারা সহযোগিতা না করলে ব্যবস্থা নেয়া হবে। বাসের ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে ঢাকায় ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান।

/এনএএস

Exit mobile version