Site icon Jamuna Television

বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান দু’দিন ছুটি রাখার বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান দু’দিন ছুটি রাখার বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১২ আগস্ট) বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির ১৭তম জাতীয় সম্মেলনের বক্তব্যে অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে জনগণকে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এতে আগামী ১ বছরের মধ্যে অর্থনৈতিক ধাক্কা সামলানো যাবে বলে মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনিবার্য কারণ না হলে সময় মতো এসএসসি পরীক্ষা শুরু হবে।

ডা. দীপু মনি আরও বলেন, পলিটেকনিক্যাল ইন্সস্টিটিউট এ কারিগরি শিক্ষাদানের জন্য দক্ষ শিক্ষক ও প্রশিক্ষক এর অভাব রয়েছে। ল্যাব তৈরির জন্য টাকা দিয়েছে সরকার। তবে দক্ষ প্রশিক্ষক না থাকায় ১৩টি প্রতিষ্ঠান বরাদ্দ টাকা ফেরত দিয়েছে।

/এনএএস

Exit mobile version