Site icon Jamuna Television

উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

ফাইল ছবি। সংগৃহীত

চীনের সাথে চলমান উত্তেজনার মাঝেই ইন্দোনেশিয়ার সাথে যৌথ সামরিক মহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১২ আগস্ট) দক্ষিণ সুমাত্রায় শুরু হয় ‘সুপার গারুদা শিল্ড’ নামের ওই মহড়া।

এদিন, স্থল এবং আকাশ পথে শক্তিমত্তা প্রদর্শন দুই দেশের সামরিক বাহিনী। এ মহড়ায় আরও অংশ নেবে অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুরসহ ১৪টি দেশের ৫ হাজার সেনা।

ধারণা করা হচ্ছে, তাইওয়ানকে ঘিরে চলমান উত্তেজনার জেরে এশিয়ায় সামরিক শক্তিমত্তা প্রদর্শন জোরদার করছে মার্কিন সেনারা। যদিও একে নিয়মিত মহড়ার অংশ হিসেবে দাবি করছে দু’পক্ষ। চীনের সাথে সাম্প্রতিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই বলেও দাবি তাদের।

আরও পড়ুন: চীনা হামলার আশঙ্কা কমেনি জানিয়ে পাল্টা হুমকি দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

সম্প্রতি, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে অঞ্চলটিতে উত্তেজনা দেখা দেয়। তাইওয়ান প্রণালী ঘিরে সামরিক মহড়া বাড়ায় চীন। এ মহড়ায় ছিল বিমান ও যুদ্ধজাহাজ। পাল্টা শক্তিমত্তা প্রদর্শন করে তাইওয়ানও।

সূত্র: ইউরেশিয়ান টাইমস।

জেডআই/

Exit mobile version