Site icon Jamuna Television

প্রাইজমানি দান করে লঙ্কান শিশুদের সহায়তায় অজি ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফর থেকে প্রাপ্ত ম্যাচ ফি ও প্রাইজ মানি দান করে শ্রীলঙ্কার শিশুদের সহায়তা করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চসহ দলের অন্যান্য সদস্যরা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) টুইট করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সাম্প্রতিক সফর হতে শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক সংকট সম্পর্কে ধারণা লাভ করে অজি ক্রিকেটাররা। তাই দেশটির শিশু ও তাদের পরিবারকে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কামিন্স-ফিঞ্চরা।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ৩২ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করবেন অজি ক্রিকেটাররা। গল টেস্ট চলাকালীন সময় সেখানকার সাধারণ মানুষের দুর্দশা কাছ থেকে দেখার পর এ সিদ্ধান্ত নেয় অজিরা। সম্প্রতি অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। তবে ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সিরিজ জিতে নেয় লঙ্কানরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র ​হয়েছে।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের কাছে আবারও হারলো আফগানিস্তান

/এম ই

Exit mobile version