Site icon Jamuna Television

অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সফরে ফিরলেন লোকেশ রাহুল

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব নিয়ে দলে ফিরেছেন লোকেশ রাহুল। বিসিসিআইয়ের মেডিকেল টিম ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে রাহুলকে খেলার ছাড়পত্র দিয়েছে।

এর আগে, রাহুলকে নিয়ে সংশয় থাকায় শিখর ধাওয়ানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে রাহুল ফিরে আসায় তার কাঁধেই দেয়া হয়েছে তিন ম্যাচ ওডিআই সিরিজের দায়িত্ব। ১৬তম সদস্য হিসেবে দলে যোগ দিয়েছেন তিনি।

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হন লোকেশ রাহুল। এ কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। আগামী ১৮ থেকে ২২ আগস্ট হারারেতে অনুষ্ঠিত হবে ভারত জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজ।

আরও পড়ুন: প্রাইজমানি দান করে লঙ্কান শিশুদের সহায়তায় অজি ক্রিকেটাররা

/এম ই

Exit mobile version