Site icon Jamuna Television

জোড়া সিরিজ হারের ক্ষত নিয়ে দেশে ফিরলো বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে জোড়া সিরিজ হারের ক্ষত নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সোয়া পাঁচটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে টাইগাররা।

বিসিবি প্রটোকল অফিসার ওয়াসিম খান বাংলাদেশ ক্রিকেট দলের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দলের সাথে একই ফ্লাইটে ফেরেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারার পর একই ব্যবধানে ওয়ানডে সিরিজেও হেরেছে টিম টাইগার্স। তবে শেষ ম্যাচটিতে ১০৫ রানের সান্ত্বনার জয় নিয়ে ঘরে ফিরছে টিম বাংলাদেশ। বিমান বন্দর থেকে সরাসরি বিসিবিতে ডাকা হয়েছে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের।

টাইগারদের পরবর্তী মিশন এশিয়া কাপ। তাই দেশে ফিরে খুব অল্প সময়ের বিশ্রাম পাবে দল। আগামী কালকের মধ্যেই দল ঘোষণার পর শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আসর।

আরও পড়ুন: প্রাইজমানি দান করে লঙ্কান শিশুদের সহায়তায় অজি ক্রিকেটাররা

/এম ই

Exit mobile version