Site icon Jamuna Television

সাকিবকে তিন লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সুমন

সাকিব আল হাসানকে তিন লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ফেসবুকে এসে পরিবারের খরচের জন্য জমানো এই টাকা সাকিবকে দেবেন বলে জানান তিনি।

সম্প্রতি বেটউইনার নিউজের সাথে চুক্তির পর সাকিবকে নিয়ে সারাদেশে বয়ে যায় সমালোচনার ঝড়। পরে সাকিব চুক্তি থেকে সরে আসলেও নিজের অভিব্যক্তি প্রকাশে পিছপা হননি এই আইনজীবী।

তিনি বলেন, আমার কাছে তিন লাখ টাকা আছে পারিবারিক খরচের জন্য। আমি চাই টাকাগুলো সাকিব আল হাসানকে দিতে।

সাকিবের মতো তারকারা দেশের আইডল জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, এমন কর্মকাণ্ড তরুণদের মাঝে বিরূপ প্রভাব ফেলে। যা দেশের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, জুয়া’র যেকোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা কোনোভাবেই কাম্য নয়। এমন কর্মকাণ্ডের ফলে বিভিন্ন ব্যক্তিগত সম্পত্তি গড়ে তোলেন।

ক্রিকেটে সাকিবের অবদান এবং মেধার প্রশংসা করেন ব্যারিস্টার সুমন। সেই সাথে সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের প্রতি অবদান রাখার তাগিদ দেন এই আইনজীবী।

/এনএএস

Exit mobile version