Site icon Jamuna Television

সৌদি আরবের সঙ্গে জার্মানির কষ্টার্জিত জয়

রাশিয়ায় নিজেদের বিশ্বসেরার খেতাব ধরের রাখার মিশনে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি।

ঘরের মাঠে বিশ্বকাপ ক্যাম্পের শেষ ম্যাচের ৮ মিনিটে মার্কো রেউসের বাড়ানো বলে দলকে লিড এনে দেন টিমো ওয়ার্নার। প্রথমার্ধের শেষ দিকে সৌদি আরবের ওমর হাওসাইর আত্মঘাতী গোলে লিড দ্বিগুন হয় জার্মানির। ৮৪ মিনিটে তাইসির আল জাসিমের গোলে ম্যাচে ব্যবধান কমায় সৌদি আরব।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টানা ৩টি হার এশিয়ার প্রতিনিধিদের। বিপরীতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলা জার্মানি প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে হারলেও জয়ের সুখস্মৃতি নিয়ে শুরু করবে বিশ্ব আসর।

দিনের অন্যান্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে উরুগুয়ে, সেনেগালকে ২-১ গোলে ক্রোয়েশিয়া, জাপানকে ২-০ গোলে সুইজারল্যান্ড আর লিথুয়ানাকে ১-০ গোলে হারিয়েছে ইরান। তবে ২-২ গোলে ড্র হয়েছে পোল্যান্ড আর চিলির ম্যাচটি।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version