Site icon Jamuna Television

লেভা, রাফিনিয়াদের নিবন্ধনের ১০০ মিলিয়ন ইউরো জোগাড় করেছে বার্সা

ছবি: সংগৃহীত

রবার্ট লেভানদোভস্কি, রাফিনিয়া, জুলস কুন্দে, ফ্র্যাঙ্ক কেসি, আন্দ্রিয়ান ক্রিস্টেনসেনদের নিবন্ধনের জন্য চতুর্থ ফিন্যান্সিয়াল লিভার কার্যকর করেছে বার্সেলোনা। অরফিয়াস মিডিয়ার কাছে বার্সা স্টুডিওর ২৪.৫ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে ১০০ মিলিয়ন ইউরো তহবিল গঠন করেছে এই স্প্যানিশ জায়ান্ট ক্লাব। খবরটি প্রকাশ করেছে গোল ডটকম।

২০২২-২৩ মৌসুমের জন্য দলবদলে নতুন কেনা পাঁচ ফুটবলারের সাথে নতুন করে চুক্তি নবায়ন করা উসমান ডেম্বেলে ও সার্জি রবার্তোর নিবন্ধন আটকে রয়েছে লা লিগায়। চতুর্থ ফিন্যান্সিয়াল লিভার কার্যকরের মাধ্যমে খেলোয়াড়দের নিবন্ধন সম্পন্নের কাজে কিছুটা হলেও এগিয়ে গেল বার্সা। আজ শুক্রবার (১২ আগস্ট) শুরু হচ্ছে লা লিগার এবারের আসর। আগামীকাল রায়ো ভায়েকানোর সাথে লড়বে বার্সা। আর তার আগেই খেলোয়াড়দের নিবন্ধন সম্পন্ন করাতে পারবে কিনা বার্সা, তা নিয়ে ছিল সংশয়।

রবার্ট লেভানদোভস্কি, রাফিনিয়া, জুলস কুন্দে, আন্দ্রিয়াস ক্রিশ্চেনসেন, ফ্রাঙ্ক কেসি- এই পাঁচ নতুন ফুটবলারদের নিয়ে নিবন্ধন জটিলতায় পড়ে বার্সেলোনা। দলের বেতন আয়ের অনুপাতে বেশি হওয়ায় নিবন্ধন করতে পারছিল না কাতালান ক্লাবটি। এর আগে, আর্থিক দৈন্যতার কারণে চলতি বছর ক্লাবের টিভি স্বত্বের ২৫ শতাংশ আর জার্সি ও স্টেডিয়ামের স্পন্সরশিপ বিক্রি করে অর্থের যোগান পেয়েছে বার্সেলোনা। সেখান থেকে দলে ভেড়ানো হয় ৫ ফুটবলারকে। এতে ট্রান্সফার ফির অর্থ এলেও নতুন-পুরনো খেলোয়াড় মিলে ক্লাবের বেতন কাঠামো নিয়ে জটিলতা রয়েই যায়। ফলে লিগ শুরুর দ্বারপ্রান্তে গিয়েও নতুন খেলোয়াড়দের নিবন্ধন নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: ‘ক্রিস্টিয়ানো? তার বয়স ৩৮!’; রিয়ালে রোনালদো প্রসঙ্গে পেরেজ (ভিডিও)

/এম ই

Exit mobile version