Site icon Jamuna Television

জন্মদিনে সারপ্রাইজ দেয়ার কথা বলেই জান্নাতুলকে হোটেলে নিয়ে গিয়েছিলেন রেজাউল

পান্থপথের হোটেলে চিকিৎসক জান্নাতুল নাইমকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রেজাউল করিম রেজাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রেজাউল করিম র‍্যাবকে বলেছেন, পারিবারিক কলহের জেরেই স্ত্রীকে হত্যা করেছেন তিনি।

সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, ১০ আগস্ট সকাল সোয়া আটটার দিকে পান্থপথের একটি গলি ধরে হেঁটে যাচ্ছেন রেজাউল ও ডা. জান্নাতুল নাইম। আরেকটি সিসিটিভিতে দেখা যায়, দুইজন একসাথে হোটেলে প্রবেশ করছেন। র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে রেজাউলের সঙ্গে পরিচয় হয় জান্নাতুলের। পরের বছরের অক্টোবরে পরিবারের অমতে বিয়ে করেন তারা। বিয়ের পর রেজাউলের সঙ্গে একাধিক নারীর বিয়ে বহির্ভূত সম্পর্কের কথা জেনে যায় জান্নাতুল। এ নিয়ে তাদের কলহ চলছিল দীর্ঘদিন ধরে।

সেদিন ঘটা করে জন্মদিন পালনের কথা বলেই জান্নাতুলকে ওই হোটেলে নিয়ে যায় রেজাউল। সেখানে জান্নাতুলকে হত্যার পর চট্টগ্রামে পালিয়ে গিয়ে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন তিনি। পরবর্তী ঝুঁকি এড়াতে এক আইনজীবীর সঙ্গে পরামর্শও করেন রেজাউল।

১০ তারিখ রাতে পান্থপথের একটি হোটেল থেকে চিকিৎসক জান্নাতুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে চট্টগ্রাম থেকেই গ্রেফতার হন অভিযুক্ত রেজাউল।

/এডব্লিউ

Exit mobile version