Site icon Jamuna Television

চায়ের দোকানের আড়ালে ফেনসিডিল ব্যবসা: র‍্যাবের হাতে মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে মাদক কারবারি হাফিজুর রহমান মিল্লাতকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার চায়ের দোকান থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় মিল্লাতকে তার বাড়ি থেকে প্রথম আটক করে র‍্যাব। পরে অভিযান চালিয়ে তার চায়ের দোকান মিল্লাত স্টোর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান মিল্লাত কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আশ্রাফুল উলম মাদ্রাসা সংলগ্ন মেস্ত্ররী বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে। সে দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছিল। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আহত ১২!

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে শনিবার সকালে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

জেডআই/

Exit mobile version