Site icon Jamuna Television

তাইওয়ান প্রণালীকে ঘিরে মহড়ার নতুন ভিডিও প্রকাশ করেছে চীন

ছবি: সংগৃহীত

তাইওয়ান প্রণালীকে ঘিরে মহড়ার নতুন ভিডিও প্রকাশ করেছে চীন। গেল বুধবার (১০ আগস্ট) দক্ষিণ চীন সাগর এবং উপকূলীয় এলাকায় চালানো হয় এই মহড়া। ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার কামান নিয়ে চলে স্থল বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ।

অন্যদিকে, সাবমেরিন ও যুদ্ধজাহাজ ঠেকাতে মহড়া চলে নৌ বাহিনীর। এর পাশাপাশি মিসাইল হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও চলে প্রশিক্ষণ। মহড়ায় অংশ নেয় চীনা বিমান বাহিনীতে ব্যবহৃত সর্বাধুনিক যুদ্ধবিমানও।

তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শেষ হলেও, সোমবার পীত ও বোহাই সাগরে প্রশিক্ষণ শুরু হয় চীনের। বোহাই সাগরে শুরু হওয়া ড্রিল এক মাস চালানোর ঘোষণা দিয়েছে বেইজিং।

আরও পড়ুন: করোনা শনাক্তের হার প্রায় ১৮ শতাংশ, মাস্ক বাধ্যতামূলক নয়া দিল্লিতে

এদিকে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানিয়েছেন, মহড়ার পরিধি কমালেও তাইওয়ানে চীনের হামলার শঙ্কা কমেনি। বলেছেন, যেকোনো সময় তাইওয়ান প্রণালীকে ঘিরে আবারও মহড়ার পরিধি বাড়াতে পারে চীন। তাই সামরিক প্রশিক্ষণের মাত্রা কমিয়ে আনলেও এখনও নিরাপদ নয় অঞ্চলটি।

জেডআই/

Exit mobile version