Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, ২ জন নিহত

কুষ্টিয়ার ভেড়ামারার দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চার জন।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ভেড়ামারা থানার ওসি মুজিবুর রহমান জানান, রাত ৮টার দিকে দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রনে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। নিহতরা দুজনই ঐ ফিলিং স্টেশনের কর্মী। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা জানাতে পারেননি তিনি।

/এডব্লিউ

Exit mobile version