Site icon Jamuna Television

ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে ১১ সেট গোপন নথি উদ্ধার করেছে এফবিআই

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশিতে উদ্ধার হয়েছেিব বিভিন্ন ধরনের ১১ সেট গোপন নথিপত্র। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (১২ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন গোয়েন্দা সংস্থাটি।

জানা গেছে, এদিন ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে ২০ বক্স পরিমাণ কাগজপত্র, অসংখ্য ছবি ও হাতে লেখা নোটসহ মোট ৩০ ধরনের নথি সংগ্রহ করেছেন এফবিআই এজেন্টরা। গত সপ্তাহে ট্রাম্পের বিলাসবহুল বাড়ি ‘মার-আ-লাগো’তে চালানো অভিযানে উদ্ধারকৃত কাগজপথের কয়েকটি চিহ্নিত করা ছিল ‘টপ সিক্রেট’ হিসেবে।

অভিযানের চারদিন পর শুক্রবার প্রকাশ করা হয়েছে ফেডারেল আদালতের ওয়ারেন্টের ছবি। জানানো হয়, গুপ্তচরবৃত্তি ও আইন লঙ্ঘনের দায়ে ট্রাম্পের বাড়িতে তল্লাশির অনুমতি দেন বিচারক।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যেকোনো নথি, ইমেইল জমা দেয়ার কথা ন্যাশনাল আর্কাইভসে। তবে ক্ষমতায় থাকার সময় হোয়াইট হাউস থেকে বহু গোপন নথি সরিয়েছেন ট্রাম্প, উঠেছে এমন অভিযোগ। আর এমন অভিযোগের ভিত্তিতেই ট্রাম্পের বাড়িতে অভিযান চালিয়েছে এফবিআই।

Exit mobile version